ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষের ভিতরই মানুষ খোঁজা।

তপ্ত রোদে হলুদ পাখির ডাকহীন দুপুর উদাস বিকেল আর বিষাদ আলো উদিত হওয়া সূর্য ডুবো ডুবো সন্ধ্যার ঝি ঝি পোকা‚চুপ এখন, এইসব গত হয়ে গেলে আমরা বোবা হয়ে যাই। তখন চুপি চুপি কথা বলি আঁধারে ঢলে পড়া আকাশের সাথে নিঃসঙ্গ জ্বল জ্বল তারার সাথে_ তারা শোনে বা না শোনে কী জানি! তারপরও হন্যে হয়ে কথা বলার মানুষ খুঁজি অথচ কী আশ্চর্য এত মানুষের ভিড়েও কথা বলার মত একটা মানুষ মিলে না! আমি নির্বাক হয়ে অতীত মানুষের ইতিহাস পড়ি মানুষ আসলে কখন মানুষ ছিলো ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এফ মহী ভূঁইয়া তারিখঃ 19/03/2022
সর্বমোট 1618 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন