ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

এই সেই প্রাচীন বৃক্ষ...

একদিন ,
যেদিন সবকিছু থেমে গিয়েছিলো,
সেদিনও এই প্রাচীন বৃক্ষটি এইভাবেই দাঁড়িয়েছিলো  আমার পাশে!
আমাকে একাকিত্বে রেখে সবাই যখন ঘরমুখো হয়েছিলো
নিঃসঙ্গতা কাটাতে,
তখন বৃক্ষটা ছিলো পত্রহীন!
শীতে বিবর্ণ পত্রহীন ছিল যদিও,
ছিল আমার নিঃশ্বাসের শেষ আশ্বাস!
আমার বেঁচে থাকার অক্সিজেন!
আজ আমি নেই!
সে বৃক্ষ ক্লোরোফিলে 
প্ত্র পল্লবে,ফুলে ফলে সুশোভিত!
হাজারো কাক কোকিলের ভীরে,
তুমিও নেমেছ সেই ফলবতী বৃক্ষের পাহারায়!
আর আমি ভাবছি
নারীর ভাষা বুঝোতে না পারা পুরুষ তুমি,
কতোটা বুঝো বৃক্ষের ভাষা!

 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 11/04/2024
সর্বমোট 160 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন