ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঠাডার ভয়ে

ঠাডার ভয়ে
সাইয়িদ রফিকুল হক

 
ঠাডার ভয়ে ঘর থেকে যে
বের হয় না কফিল,
বজ্রপাতের ভীষণ শঙ্কায়
ঘরে দিছে খিল!
মেঘের আওয়াজ শুনতে পেলে
যায় না সে যে বাইরে,
মনে পড়ে সাবধানের তো
মারটা কোনো নাইরে!
এই তো সেদিন ঠাডা পড়ে
মরলো তাহার দোস্ত,
হাট থেকে সে ফিরছিল যে
হাতে ছিল গোশত।
সেই থেকে যে কফিল খুনকার
যাচ্ছে না আর বাইরে,
মেঘের ডাকে দৌড়ের বেগে
ঢুকছে এখন ঘরে!
 
 
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 06/06/2021
সর্বমোট 1320 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন