ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বেলায়েতের ইমাম হজরত আলী আ.

বেলায়েতের ইমাম হজরত আলী আ.
(আজ ২১-এ রমজান। বেলায়েতের ইমাম হজরত আলীর শাহাদত বার্ষিক।
তাঁর পবিত্র আত্মার স্মরণে।)

সাইয়িদ রফিকুল হক


আমি আবার আশেকে রাসুল হবো
লম্বা চুল-দাড়িও রাখিবো,
ভালোবাসার সমুদ্রে ডুবে
হজরত আলীর চরণও ধরিবো।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।

মাওলা আলী বেলায়েতের ইমাম
রাসুলের চির-চোখের মণি,
আল্লাহ-রাসুল ভালোবেসে
হজরত আলী চিরপ্রেমের খনি।
রাসুলুল্লাহর পরে ইমাম আলী
আল্লাহর সাথে গড়ে দিলেন মিতালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।

হজরত আলী রাসুলের কাছে
ছিলেন সবচে বিশ্বস্ত সাহাবি
বুঝেশুনে আলীর প্রেমে ডুবে যাই
আয়রে সব আরবি-অনারবি।
আল্লাহ-রাসুল আলী ছাড়া 
দূর হবে না কারও মনের কালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।


আল্লাহ-রসুল ভালোবেসে চিরতরে
ডুবে যাও হজরত আলীর প্রেমে,
দুনিয়া-আখেরাতে থাকবে তুমি
বেহেশতেরই মণি-মুক্তা-হেমে।
যত বড়ই হও না তুমি
ইমাম আলীর প্রেম ছাড়া সবই খালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।


সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০২১

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 04/05/2021
সর্বমোট 1720 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন