ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তোমায় নিয়ে

লিখতে বসে কবি হওয়ার চেষ্টা করাটা অপরাধ না বরং দু-চার লাইন লিখে টুকেরাখা বুদ্ধিমানের কাজ ।
 
আমি অরণ্য - আজ অরনিকাকে চিঠি লিখবো । আমাদের সম্পর্কটা প্রেমিক-প্রেমিকার না - ভালবাসা আর বন্ধুত্বের ।
 
হ্যাঁ; প্রেম আর ভালবাসা এক কথা না - আমরা এই নীতিতে আমরা বিশ্বাসী। তবুও অরনিকা আমাকে বলেছে প্রেমে ব্যর্থ হলে বা প্রেমের বিস্বাদ গ্রস্থ হলে আমি তাকে কি লিখে জানাবো সেটা জানাতে। আমার ধারনা ছিল, ছোট বেলাতে শেখা, দুঃখের পর সুখ আসে। কিন্তু, সুখের আগে দুঃখ - এই আবেগটা নিয়ে ভাবতে হলে প্রেম আর ভালবাসার বিষয়ে বিস্তারিত গবেষণা না করে আগানো কঠিন।
 
প্রেম বিষয়টা আসলে এক প্রকারের মোহ। সেই মোহটা আস্তে যেমন সময় অপ্রয়োজনীয় যেতেও তাই -মোহ না কাটলে সেটা আর বুঝা যায় না - যে মোহ বিষয়টা কি।
 
আচ্ছা, মোহের মূল চাবিকাঠি বা প্রধান আবেগের বিশেষণ গুলো কি আনন্দ , উচ্ছ্বাস, উন্মাদনা , সন্তোষ, সুখ , আহ্লাদ বা প্রফুল্লতা নয়?
 
আবার, ভালবাসার মাঝে এই সব গুলো আবেগের উপস্থিতি রয়েছে তার সাথে রয়েছে আরো ডজন খানেক মানবিক উপাদান। এমনকি আবেগ শুন্নতাটা ও ভালবাসার অন্তর্ভুক্ত। যেমন করে থাকে জেদ, বিরহ, অহমিকা, বিষাদ বা ঘৃনা ।
 
ভালোবাসায় ,ভাল লাগা টা অতীব জরুরী। একই ভাবে খারাপ ও লাগতে হবে। ভালোবাসায় থাকতে হবে বন্ধুত্ব। যিনি ভালবাসতে জানেন তিনি আসলে নিজেকে চিনেন। বন্ধুত্বের মাঝে ভালবাসা থাকে প্রেম থাকে না। তবু অন্তিকার কথা রাখার জন্যে 'অপছন্দ' বিশেষণটা আর কিছু প্রশ্ন কে পূজি করে একটা কবিতা লিখেই ফেল্লাম।
 
 
তোমায় নিয়ে, আর কতটুকু ভাবতে হবে
ভেবে কি হবে আর নাই বা ভেবে কী হবে
তুমি আজ অন্য কারো ছায়ার অংশিদার
আজ অন্য কেউ তোমার দারওয়ান
আচ্ছা তুমি কি প্রেমের চুকচুরি খেলায় মগ্ন ...
 
কার থেকে তুমি লুকিয়ে আছ
এভাবে করে আর কতক্ষণই বা লুকিয়ে থাকব্‌ ?
তোমার কি মনে পরে।
অতীত. বর্তমান. ভবিষ্যৎ. নাকি ঘটমান বর্তমান
 
 
তুমি কি অতীত ভুলে গেছো
শুধু কি বর্তমান নিয়ে ভাব ...
ভবিষ্যতে আমি বা তুমি কোথায় থাকব
এসবের উত্তর কি তুমি জান ?
 
আমি জানি নাকি জানি না সেটা তুমি তো জানতে
তবে কেন ...
 
তাই তোমায় নিয়ে আর লেখার কিছু নেই।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ তৌকির আজাদ তারিখঃ 30/05/2020
সর্বমোট 1073 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন