ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমাদের একান্ত কথা

আমাদের একান্ত কথা 
আদি রসে ভরে ওঠে
আকন্ঠ সুরা পানের তৃষ্ণা নিয়ে
দু:খ হেসে ওঠে অভিমানের পর

মৃত্যুর মতো ঘুম আসে অনিচ্ছাতেও
বিষন্নতা কি ছুতেঁ পারে জীবকে?
ক্রমশ ঢিলে হয়ে আসা চামড়ার হাত
সময়ের চাকায় আরো  শক্তিহীন হয়
আরেকবার স্পর্শের আকাঙ্খায়

দুরত্ব বাড়তে বাড়তে অভিমান হয়
উপেক্ষার একনিষ্ঠ দাস।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 03/05/2020
সর্বমোট 4260 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন