ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

করোনা ও আমরা ৩

বিশ্ব স্বাস্থ্যসংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষনা করেছে। বিশ্ব যেখকনে করোনা সতর্কতার জন্য হুশিয়ারী প্রদান করেছে সেখানে আমরা উদাসিনতার কাজ করেছি। দেশের শুধু বিমানবন্দর দিয়ে প্রায় তিল লাখেরও বেশি প্রবাসী প্রবেশ করেছেন। আমরা সচেতন থাকল তখন আমরা বিরাট প্রদক্ষেপ গ্রহন করতে পারতাম। আমরা তা করতে ব্যর্থ হয়েছি। হোম কোয়ারাইন্টিতে তাদের থাকার জোর ব্যবস্থা করতে পারতাম। কিন্তু পারা যায় নি। করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবার্থা ্যাপক আকারে প্রকাশ করা হয়। প্রচার করা হয়। কিন্তু প্রতিষেধকমূলক কর্মকান্ডে আমরা পিছিয়ে ছিলাম। বিমানের প্ইলট থেকে শুরু করে কেবিন ক্রু,এয়ার হোষ্টেজ সবার কোয়ারাইন্টিতে থাকার কথা বা তাদের রাখার কথা। আমরা তা করি নি। বরং তা চলেছে। এখনো আমরা দেখতে পাচ্ছি দেশের মাটিতে ফ্লাইটে করে লোকজন আনা নেয়া করা হয়েছে।এসকল কর্মকান্ডের কারণে দেশে করোনা সংক্রমণের ঝুকি বেড়ে চলেছে। দেশের এমন পরিস্থিতিতে প্রয়োজন সচেতনামূলক থাকা অনেক জরুরী । সরকার সংক্রমন রোধে গত ২৫ শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষনা করেন। যা পরবর্তী সময়ে ৫ম দফায় বেড়ে তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়েছে।

ছবি
সেকশনঃ সাম্প্রতিক বিষয়
লিখেছেনঃ Md Enamul Huq তারিখঃ 02/05/2020
সর্বমোট 1187 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন