ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নির্ভয়া-ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে



নির্ভয়া-ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে

সাইয়িদ রফিকুল হক


আজ থেকে সাত বছর আগে ভারতের দিল্লিতে চলন্ত-বাসে ‘নির্ভয়া’ নাম্নী এক নারীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ৪টি হিংস্র প্রাণি তাকে নির্মমভাবে গণধর্ষণ করেছিল। এদের ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু এই ফাঁসি বাঁচাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। অবশেষে ভারতের রাষ্ট্রপতি এই ৪টি ধর্ষক ও হত্যাকারী নামক জারজসন্তানের প্রাণভিক্ষার আপীল খারিজ করে দিয়েছিলেন। অবশেষে দিনক্ষণ ঠিক করে শুক্রবার-ভোররাতে এই ৪টি জারজসন্তানের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ফাঁসিতে দণ্ডিত ৪টি ধর্ষক জারজসন্তান হলো:

মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর মেডিক্যাল কলেজের ছাত্রী নির্ভয়াকে পালাক্রমে গণধর্ষণ করে উপরিউক্ত ৪টি জারজসন্তান। ধর্ষণের পাশাপাশি তার ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। এরফলে ২০১২ সালের ২৯-এ ডিসেম্বর মারা যান নির্ভয়া। তার মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে ফেটে পড়ে সারাভারত।



নিহত নির্ভয়ার ছবি:
 

পৃথিবীতে ধর্ষক-খুনী জারজসন্তানদের এভাবেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। তবেই না পৃথিবী বিপর্যের হাত থেকে রক্ষা পাবে। আর এক্ষেত্রে এদের বিচারপ্রক্রিয়া আর দ্রুত আরও বেগবান করা প্রয়োজন। বিচারের বাণী যেন এভাবে বছরের-পর-বছর নীরবে-নিভৃতে না কাঁদে।



সাইয়িদ রফিকুল হক
১৯/০৩/২০২০

ছবি
সেকশনঃ আন্তর্জাতিক
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 22/03/2020
সর্বমোট 1852 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন