ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসার একটা বুক

ভালোবাসার একটা বুক
সাইয়িদ রফিকুল হক

 
বুকপকেটের কলম ভেবে করেছিলাম খুব যত্ন,
তবুও একদিন কেমন করে হারিয়ে গেল সেই রত্ন!
পকেটখানা একেবারে খালি পড়ে রয়েছে আজ,
অনেক কষ্টে বুকপকেটে পড়েছে খুব ভাঁজ!
 
ভালোবাসার একটা বুকে কেন বাড়ে এতো জ্বালা!
কষ্টমাখা ভগ্নবুকে কেমন করে দিবো একটা তালা?
শরীরব্যথা সেরে যায় খুব—সারে নাকো বুকের ব্যথা,
বুকপকেটের সেই কলমটা থেকে-থেকে বলে কত কথা!
 
বুকপকেটে কত আদরের স্বপ্নমাখা একটা কলম ছিল!
জানি নাকো কার কোন্ পাপে কলমটা যে কে কেড়ে নিলো!
স্মৃতিমাখা রাতগুলো আজ নীরব-ঘাতক হয়ে আসে বুকপকেটে,
দুঃখনদী জোয়ার আনে—বিষাদিত বুকটা বুঝি কোনদিন যাবে ফেটে!
 
 
 
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 18/02/2020
সর্বমোট 1146 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন