ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বুকের ভিতর কষ্ট আছে

বুকের ভিতর কষ্ট আছে
সাইয়িদ রফিকুল হক

 
বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট দেখা যায় না রে,
এই দুনিয়ায় কষ্ট বুঝার মানুষ কোথায় পাই রে?
সবখানে যে লোকদেখানো আছে অনেক স্বজন!
হাজার লোকের বিরাট ভিড়েও পাই না খুঁজে সুজন।
 
বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট বাড়ে ভণ্ড দেখে,
অনেকজনই সাধু সাজে মনভুলানো রঙ মেখে!
ভালোমানুষ কোথায় আছে? আয় রে সবাই ছুটে,
তোমার ছোঁওয়ায় পরশপাথর নিবো এবার খুটে।
 
বুকের ভিতর কষ্ট আছে—পাই না কোথাও সান্ত্বনা,
আপন ভেবে কাছে যেতেই পেলাম শুধু লাঞ্ছনা!
মানুষগুলো কোথায় আছে? খুঁজি শুধু মানুষ,
শহরজুড়ে চাই না কেহ—ভণ্ড-মেকী-ফানুস।
 

সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২০

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 03/02/2020
সর্বমোট 1315 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন