ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

লোকদেখানো নামাজিরা




লোকদেখানো নামাজিরা

সাইয়িদ রফিকুল হক

 
নামাজ পড়ে করবি কী রে? যাবি তোরা জাহান্নামে,
বেহেশতো কি যায় রে কেনা কুরবানিরই পশুর দামে?
নামাজ পড়েও যায়নি তোদের মনের ভিতর পশুত্ব,
ধার্মিক সেজে করছিস তোরা শয়তানেরই দাসত্ব!
 
পাক-কুরআনে আছে লেখা: লোকদেখানো নামাজিরা,
ওয়াইল নামক জাহান্নামে দিতে যাবে হাজিরা।
মানুষখুনের রাজনীতিটা ছাড়তে হবে আগে,
জান্নাতেরই ঘ্রাণ তবে পড়বে তোমার ভাগে।
 
মিথ্যা তোমার বুকের ভিতর বাজায় শুধু ঢোল,
মুক্তি তোমায় পারবে দিতে মিথ্যাচারের বোল?
সত্য ছাড়া মুক্তি নাইরে—সত্য জাতির আশা,
ভণ্ডপীরের মুরীদ হয়ে কেমনে হবে খাসা?
 
মানুষ হলে আর যেও না মিথ্যাবাদীর সোহবতে,
তওবা করে সবাই থেকো আল্লাহপ্রভুর রহমতে।
ভণ্ডামিটা ছাড়লি নাতো—করলি দেশের ক্ষতি,
বীর-বাঙালির অভিশাপ যে রইলো তোদের প্রতি।
 
সাইয়িদ রফিকুল হক
১৫/১০/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 18/10/2019
সর্বমোট 1559 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন