ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমরা মানুষ

আমরা মানুষঃ মানবিকতার পরিচয় কোথায়?
মোঃ এনামুল হক
*****************************
আমরা মানুষ। আর মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বলেছেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন৷ কিন্তু সেই জ্ঞান বুদ্ধি বিবেক আজ কোথায় দাঁড়িয়েছে৷ বিবেকের কাঠগড়া আজ কোথায়? আদালতে না গেলে এখন বিচার পাওয়া যায় না। আদালতে ভয় কাজ করে । সঠিক বিচজর পাওয়া যাবে তো?রাজনীতির বলি আমাদেরকে আলাদা করে দিচ্ছে। বের হবার পথ কি?
সাস্প্রতিক সময়ে দেশ উত্তাল বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নিয়ে। এর আগে ছিল ক্যাসিনো নিয়ে। এর আগে জঙ্গীসহ নানা ঘটনাতে। ফাহাদ মেধাবী ছাত্র। মেধাবী না হলে বুয়েটে পড়ার সুযোগ হতো না৷ বা আরো যে সকল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তা আদায় করা সম্ভব হতো না৷ মা বাবার স্বপ্ন আর নিজের স্বপ্নকে বাস্কবায়নের জন্য সবার লক্ষ থাকে৷ আর যে কোন সন্তান এবং একজন শিক্ষার্থী সে লক্ষকে সামনে নিয়ে এগিয়ে চলতে থাকে।
আবরার ফাহাদ রাজনীতির বলি হয়েছেন৷ কেননা তিনি রাজনীতি নিয়ে গবেষনা করেছেন৷ প্রত্যেক ছাত্রদের তা করা উচিত। আর গবেষনা করার কারণে তিনি ভারতের সাথে চুক্তির বিষয়ে তার নিজস্বমত প্রকাশ করেছেন৷ আর এটাই তার জন্য কাল হয়েছে৷ ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকা মেডিকেলে ফাহাদের বাবার কথা ধরে বেশ আলোচনা হয়েছে৷ তারা সরকার দলের লোকরহবার পরও ছেলেকে রক্ষা করতে পারলেন না। এতে করে আমরা মনে তরতে পারি ছাত্রসমাজের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা নেই৷ মতামত প্রকাশের জন্য অনুমতি নিতে হবে৷
ছাত্ররাজনীতি করা প্রয়োজন ছাত্রদের কল্যাণের জন্য৷ তবে শিক্ষাঙ্গনে তা না করা ভাল বলে মনে করেন সচেতন মহল। আমাদের দেশে শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির চিত্র ভয়াবহ। মারামারী, দখল, টেন্ডারবাজী, র্যাগীং, এসব ছাত্রদের কাজ নয়। কাজ করতে হবে ছাত্রদের কল্যাণে৷ বিশ্বের বিভিন্ন দেশে চোখ রাখলে দেখা যাবে যে ছাত্ররাজনীতি নিয়ে এতো মারামারী নেই। কথা নেই। কেননা সেখানে রাজনীতি নিয়ে গবেষণা করে শিক্ষার্থীরা৷ পরবর্ততীতে তারা সরকারের কোন রাজনীতিক বা বিরোধীদলের রাজনীতিবীদদের নিয়ে মতামত আদান প্রদান করে থাকেন এবং সামগ্রীক গবেষণায় পাওয়া বিষয়গুলো নিয়ে তত্ব আদান প্রদান করেন। কিন্তু আমরা গবেষণা করি না। করার প্রয়োজনবোধ করি না৷ দলে দলে বিভক্তি আর শক্তি প্রদর্শনে আমরা ব্যস্ত থাকি৷
আবরার ফাহাদকে টর্চার করে মারা হয়৷ আসলে আমরা কি মানুষ৷ মানুষ হিসেবে আমাদের মানবিকতার পরিচয় কোথায়৷ আমাদের শিক্ষক সমাজ আজ কোথায় হারিয়ে গেছেন৷ এক সময় শিক্ষকরা বলতেন যে রাজনীতির পেছনে ছুটো না, রাজনীতি তোমার পেছনে ছুটবে৷ আজ এমর শিক্ষক খুজে পাওয়া যাবে না৷ কেননা শিক্ষক সমাজ আজ রাজনীতির সাথে যুক্ত। ফলে শিক্ষকতা পেশা হারিয়ে ফেলেছে তার যৌলুস৷
আমরা মানুষ । আমাদের বিবেক কেন আমরারজাগ্রত করতে পারছি না৷ মানুষে মানুষে বিবেদ সৃষ্টি করে আমরা মানুষের কোন পরিচয় বহন করছি। আজরফাহাদকে নিয়ে আলোচনা করছি৷ কাল আরেক মেধাবীকে নিয়ে আলোচনা হবে। একসময় বন্ধ হবে৷ আবার নতুন কোন ফাহাদের খবর নিয়ে আলোচনা চলবে৷ আমরা ফাহাদকে মেধাবী বলে পরিচয় দিচ্ছি। মানুষের পরিচয় দিচ্ছি না৷ মানবিকতার পরিচয় দিচ্ছি না৷ এটি কি ঘটনা নাকি মানবিক নাকি অমানবিক ঘটনা৷ মানবতাকে বিসর্জন দিয়ে ফেলেছি আমরা৷ মানুষের মৃত্যু আমাদের ভাবাচ্ছে না। মানবিকতা বিবেক আমরা হারিয়ে ফেলেছি৷ মনুষ্যত্ববোদ জাগ্রত না হলে আমরা মানুষ হিসেবে সমাজে বসবাসের অযোগ্য হয়ে পড়বো৷ সবার মাঝে মানবিকতা জাগ্রত হোক। ছাত্র রাজনীতি শুধু নয় রাজনীতি অঙ্গন হোক মানবিকতার পরিচয়ের লক্ষে সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে। যাহাতে জন্ম না হয় আর কোন অমানবিক ঘটনার।

ছবি
সেকশনঃ সাম্প্রতিক বিষয়
লিখেছেনঃ Md Enamul Huq তারিখঃ 11/10/2019
সর্বমোট 362 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন