ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নিজের পাপে মরিস নারে

নিজের পাপে মরিস নারে
সাইয়িদ রফিকুল হক

 
নিজের পাপে মরিস নারে
পাপীস্থানের বলদ,
পরকালেও পড়বে ধরা
তোদের পাপ আর গলদ।
জোব্বা শুধু শরীর ঢাকে
ঢাকে নাকো পাপ,
কোনোদিনও হয় না ভালো
একাত্তরের সাপ।
নিজের পাপে মরিস নারে
পাপীবংশের আজাব,
পারলে তোরা মানুষ হয়ে
বদলে ফেলা স্বভাব।
নিজের ভুলে নিজের পাপে
দেশকে করিস পর!
পরের দেশকে ভাবিস তোরা
বাপ-দাদারই ঘর।
নিজের পাপে মরিস নারে
পাপীবংশের পাপ,
চিনতে আমরা পারি তোদের
একাত্তরের সাপ।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৮/১০/২০১৯
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 10/10/2019
সর্বমোট 1929 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন