ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অবহেলা

আমি বঙ্গেতে জন্মে বঙ্গকে করি অবহেলা আমার চেয়ে বড় আর কে আছে অভাগা? প্রশ্ন করি রাত জেগে কেন এই হতাশা যেখানে জন্মভূমি সেখানে নেই কেন ভালবাসা ? আমার বঙ্গেতে আমার নেই নিরাপত্তা কখন না খুলে যায় ঘুম হবার খাতা হারাবে স্ত্রী সন্তান তার স্বামী আর বাবা তাইতো বঙ্গেতে জাগে অবহেলা। নিরব রাত্রীতে খুলি হিসেবের খাতাখানা চমকে উঠি বারবার যখন উল্টাই খাতার পাতা এ কেমন হিসাব জমা আমাদের কাছে ছোট্র শিশু ঋণের বোঝা যখন আছে সে মায়ের গর্ভেতে। এই যে খোকাখুকি ছুটছে মাঠের প্রান্তরে আনমনে খেলে চলেছে সকল চিন্তা পেছনে ফেলে কে দেবে এদের সনদখানা পাবে খুঁজে ঠিকানা তাই আমার বারবার করি এই অবহেলা। ভালবাসি আমি বাংলাকে জন্মেছি তোমার তরে যারা চালায় রাষ্ট্রতন্ত্রের চাকা তাদের প্রতি আমার এই অবজ্ঞা অবহেলা।

ছবি
সেকশনঃ সাহিত্য
লিখেছেনঃ Md Enamul Huq তারিখঃ 06/10/2019
সর্বমোট 416 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন