ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নগ্ন ছায়া!

আর কত হারাজ করবি! মানুষ হবি না।
হাজার লোকের ভীরে! দোদুল্যমান হয়ে,
লাস্য দেখবি - তবু মানুষ হবি না।

আর কত নকশা অাঁকবি! মালিণ্যদের নিয়ে।
ক্ষণজন্মা, হিসাব রাখিস কি? তারুণ্য যে গেছে হারিয়ে।
কফিলের কথা আছে কি মনে?
অল্পকালে গেছে যে হারিয়ে। যবনিকার কথা পড়ে কি মনে, যেতে হবে একদিন সরল পথে।
যেখানে জাবি তুই, সেখানেই হারাজ করবি।
সমাজপতি হবি,নেতা হবি,গনতন্ত্র প্রতিষ্ঠা করবি
তবু তুই মানুষ হবি না।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 27/09/2019
সর্বমোট 590 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন