ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রোজরাতেই মায়ের কাছে ফিরি

এখনো যখন কোন অচেনা পথে
আছড়ে পড়ি,
রক্তাক্ত ছেঁড়া জরায়ু অতিক্রম করে
মায়ের নাভিমূল দিয়ে পৌঁছে যাই
জঠরে ধারণকৃত প্রাগৈতিহাসিক
অন্ধকারের দিকে!
প্রগাঢ় ঘুমে তলিয়ে যাই
তার মগজের কোষে লালিত কষ্টের কাছে!
আমার সুখ স্বাধীনতা দিয়ে সে ছুঁতে চেয়েছিলো
মাথার উপর অখণ্ড আকাশ!
আমি কি ছুঁয়েছি?
নাকি শুধু বাসনার বাগানে চাষ করছি
বিষাক্ত ক্যাকটাস?
কে মিলাবে সেই হিসেব?
বাবার পায়ের তলে এখনোও তল্পিদার
এই বিশ্ব জগত!
দুঃখগুলি আছড়ে পড়ে
মায়ের বুকে!
আছড়ে পড়ে আমার যাবতীয় সুখভার।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 17/08/2019
সর্বমোট 363 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন