ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

খুব বেশি খুলে দিতে নেই...

জানতাম,
খুউব বেশি খুলে দিতে নেই নিজেকে
তবুও দিয়েছি,
দিয়েছি মা বলে,মেয়ে বলে,বোন বলে,
মানুষ বলে,
নারী বলে নয়!
আমি নারী নই!
আদতেই আমি নারী নই।
নারী আমি ছিলাম না কখনোই।
নিজেকে মানুষ ভেবেই এতোটা কাল পেরিয়ে এসেছি।
যে ভেবেছে পেয়েছে আমায়,
সেই কেবল আমায় হারিয়েছে।
আমি কখনোই আমাকে পেতে দেই না।
তাইতো আমার আজন্ম দুঃখ সারথি!
এভাবে আমি বাঁচি!
আমাকে পড়া এতো সহজ নয়!
চকচকে মলাট দেখে যে কেউ ভাবতেই পারে
এ রঙ কৃত্রিম।
তাতে কী এসে যায়!
সবুজ ভালোবাসি বলে
জেনে শুনেই জল ঢালি,
নিস্ফলা বৃক্ষের গোড়ায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 11/07/2019
সর্বমোট 767 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন