ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বৈশাখের দিন!

মানজারুল ইসলাম দুলাল...... এই দিনে আমার দাদা মরেছে
এ দিনে মরেছে দাদি।
এই দিনে আমার বাবা মরেছে
এ দিনে মরেছে সহোদর।
এই দিন আমার খুশির দিন নয়
এ দিন হয়েছে আমার অন্ধকূপ।


এই দিন খুশির দিন!
কৃষকের মুখে হাসির দিন,
গোলা ভরা ধান ঘরে তুলে।

এই দিন হর্ষের দিন!
নবীনদের আহ্লাদের দিন,
পুতুল নাচ আর যাত্রা পালায় নগ্ন নৃত্য দেখে।

এই দিন ব্যস্ততম দিন!
ব্যবসায়ীদের অর্থ আয়ের দিন,
পান্তা ভাত আর ইলিশ ভাজি'
জাত বুঝি এবার শুদ্ধি হবে।

এই দিন মহা খুশির দিন!
বাউল /সন্ন্যাসীর।
টিক্কা ভরে তামাক জ্বালিয়ে,
নারিকেলি হুক্কাবে।

শুধু এই দিনটি গাল ফোলা মজিদের
কষ্টের দিন, বেদনার দিন।
দিনটি হল পহেলা বৈশাখের দিন।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 10/04/2019
সর্বমোট 501 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন