ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নারী ধরণি...

একদিন পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে
পুরুষ বলেছিলো নারীটি কে,
উষ্ণতা এনেছি জীবনের জন্য!
তুমি তাকে প্রজন্মের জন্য জিইয়ে রাখো,
বোকা নারীটি,
জ্বলন্ত অগ্নি হাতে নিয়ে আপন সন্তানসম
লুকিয়ে রেখেছিলো বুকের অলিন্দে!
ঝড় জলোচ্ছ্বাসে পুরুষটি যতোবার উষ্ণতা হারিয়েছে
নারীটি ততোবার,
বুক চিরে বের করে দিয়েছে প্রজ্জ্বোলিত অগ্নিরেখা!
একদিন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে,
পুরুষটি বলেছিলো নারীটিকে
এখানে থামো,
আমি তোমাকে আশ্রয় অমল সুখ শান্তি দেবো!
তুমি হবে আমার ঘর-গেরস্থালী প্রিয় আশ্রয়!
আপনআলয় না চেনা নির্বোধ নারীটি
তখনই যাত্রা থামিয়েছিলো,
সোনাদানা হিরামতি খঁচিত অন্দর মহলে
বেছে নিয়েছিলো দুধ-কলাপোষা বাবুইনীড়ে আঁধার
জোনাকজীবন!
দিনরাত্রি কিংবা দিনরাত্রির সন্ধিক্ষণে পুরুষটি
যতোবার আলো-আঁধারে তাকে দেখতে চেয়েছে,
সুখ-অসুখে নির্মল হেসে অমল খুলে দিয়েছে নিজস্ব
আবরণ!
একদিন পদ্মগোখরো সাপ তুলে এনে,
নারীটির খোঁপায় জড়িয়ে দিয়ে,
পুরুষটি বলেছিলো,
কী অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তোমায় প্রিয়া!
শুধুমাত্র পুরুষটিকে খুশি রাখতে গিয়ে
বিষের জ্বালা সয়েও সেদিন
নির্মল হেসেছিলো অবলা নারীটি!!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 02/02/2019
সর্বমোট 1760 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন