ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষগুলো উঠুক জেগে


















মানুষগুলো উঠুক জেগে
সাইয়িদ রফিকুল হক

 
মানুষগুলো কেমন যেন ভাবছে নিজের কথা,
কারও দুঃখে কারও মনে লাগে নাতো ব্যথা!
সবাই যেন অস্থির এখন কীসের যেন যন্ত্রণা,
এদের মনে কে যে দিবে ভালোবাসার মন্ত্রণা!
 
আগের মতো মানুষ কোথায়? সহজ-সরল প্রাণ,
ভালোবাসা জাগিয়ে তাই এবার কর এদের ত্রাণ।
ভালোমানুষ চাই যে আরও দেশের বুকটা জুড়ে,
নইলে যে ভাই জাতির বিবেক যাবে ভীষণ পুড়ে!
 
বুকের ব্যথা কমাও ভাইরে মানুষগুলো জাগিয়ে,
সবাই আসো সবার পাশে শুদ্ধমনে হাতটা বাড়িয়ে।
আমরা যদি জেগে উঠি জাগবে তবে সোনার দেশ,
দেখবে তখন থাকবে নাতো মিথ্যা-পাপের লেশ!
 
ভালোবাসা শক্তি বড় সবাই কেন আছো বসে?
দেশগঠনের রশি এবার সবাই মিলে ধর কষে।
নিজের স্বার্থ যাও না ভুলে, দেখ জাতির আশা,
সব মানুষের বুকে এবার উঠুক জেগে ভালোবাসা।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 01/01/2019
সর্বমোট 1979 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন