ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমার দেশের রাজনীতিটা


















আমার দেশের রাজনীতিটা
সাইয়িদ রফিকুল হক

 
রাজনীতিতে ল্যাং খেয়ে যে হইছে এখন কাকা,
তিনিই এখন বুদ্ধিজীবী তৈলমালিশে পাকা।
টাকা-পয়সার পাহাড় গড়ে তিনি নাকি নেতা!
যদিও বা সব জিনিসের জোটে নাতো ক্রেতা!
 
এই দেশেতে চলছে এখন বুদ্ধিজীবী-ব্যবসা,
রাজনীতিটা দেখি এখন অনেকেরই পেশা!
লোভপাপীদের খেলতামাশা চলছে দিনে-রাতে,
আমার দেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে!
 
রাজনীতিটার দোকান খুলে চলছে বেচাকেনা,
এই সুযোগে নষ্টগুলোর বাড়ছে আনাগোনা।
নষ্টগুলো বিকায় নাতো কোনো দোকানপাটে,
তবু দেখি লোভপাপীরা উঠছে কারও হাটে!
 
দেশের আশা জাতির ভাগ্য করিসনারে নষ্ট,
জাতির ভাগ্যে চাপাসনারে শুধু নিজের কষ্ট!
দেশের স্বার্থে রাজনীতিটা চলছে নাতো বেশি,
লোভআগুনে পুড়ে-পুড়ে দেখাস কেন পেশী?
 
ভালোমানুষ বাঁচার আশায় ঘুরছে দ্বারে-দ্বারে,
তবু কেন স্বার্থশত্রু করছে আঘাত বারেবারে?
পুরাতন আর বাসি-পচা খাচ্ছে নাতো কেউ,
তবু দেখি ওরাই এখন বাঘের আগে ফেউ!
 
স্বার্থভোগের মূলনীতিটা করতে হবে বাতিল,
দেশের স্বার্থে ঝেড়ে ফেল অর্থলোভী-কাতিল।
আমার দেশের রাজনীতিটা হবে দেশের স্বার্থে,
সবাই এসো দলে-দলে মিলাই গলা শুধু পরার্থে।
 
 
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮
  
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 24/12/2018
সর্বমোট 1378 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন