ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

চিরঅন্ধ


















চিরঅন্ধ
সাইয়িদ রফিকুল হক

 
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও বিবেক ছিল খোলা
এখন তোমার বিবেক অন্ধ
চক্ষু শুধু খোলা!
 
যে হৃদয় ছিল ফুলের মতো
সেখানে আজ শ্বাপদের বাস,
অথবা তোমার হৃদয়ভূমি আজ
ঘাতক-চাষের নিরাপদখনি!
 
তোমার হৃদয় শুধু পরিত্যক্ত বলে
সেখানে জুটেছে আগাছার দল!
শক্ত পাথরের মতো হৃদয়ে
আগাছারা গেঁথে আছে কতকাল।
 
তোমার হৃদয় এখন রীতিমতো ভাগাড়,
সেখানে আজ আর অবশিষ্ট নেই
সামান্য একটুকরো পলিমাটি,
হৃদয়ে তোমার ফুল ফুটবে কীভাবে?
 
ভুজঙ্গের মতো হৃদয় তোমার
ফণা তোলে বারেবারে,
ভালোবাসা চেনে নাকো
দংশন চেনে দক্ষতার সাথে!
 
মানুষ তুমি শুধু অবয়বে
আর সবই তোমার পাশবিক,
তবুও তোমার মনে দেখি
আত্মতৃপ্তির ভয়ংকর হাসি!
 
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও দেখতে মনের চোখে,
এখন বন্ধ তোমার হৃদয়-দুয়ার,
তুমি যে এখন চিরঅন্ধ!
 
 
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 04/12/2018
সর্বমোট 2856 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন