ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

গল্পের গৃহকোণ অথবা গৃহকোণের গল্প...

দিনান্তে পাখিদের উড়ে যাওয়া দেখে
আমার মনে পড়ে,
একটা নির্মল গৃহকোণ।
ফেলে আসা কিংবা এখনো যাইনি যেথায়
মৃতস্মৃতি কিংবা বুকের গভীরে
সহসাই অঙ্কুরিত কোন সুখস্বপ্ন!
দুটি গৃহের দৃশ্যপট এক ও অভিন্ন
চারটি দেয়াল একটি ছাঁদ
দুটি বালিশের গল্প!
একটা গল্প জলরঙআঁকা একটা গল্প তেলরঙআঁকা
তৃতীয় গল্পটা আঁকা হয় রঙহীন
শুধুই বাতাসে।
বাতাসের চিত্রপট যখন কথা বলে
বাকি দুটো চিত্রপট চুপ করে শুনে!
গৃহকোণে বাস করে যে দুজন মানুষ
আমি তার একজন হই মনেমনে।
আমি জলের গল্প বলি
সে বলে তেলের।
আমরা দুজন কখনোই একসাথে
জল আর তেলের গল্প বলি না!
কিন্তু মধ্যরাতে যখন তেরাস্তার একটি মোড়ে এসে দুজন দাঁড়াই,
তখন এক ও অভিন্ন বাতাসের গল্প বলি।
আমাদের গল্পের কোন গৃহকোণ নেই!
আমাদের গৃহকোণের কোন গল্প নেই!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 19/10/2018
সর্বমোট 1466 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন