ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পৃথিবীর মতো...

অন্ধকারে চলাতে আমি অভ্যস্ত
খুব চেনা ছিলো আলোহীন অলিগিলির পথ!
রোজ পেরিয়ে গেছি আরশোলাপায়ে এইসব নিস্তব্ধ জনপদ
আঁধার নামলেই;
আজ একটি রাত একটি দিনের বিভেদ বুঝবার পর,
এই প্রথমবার থমকে দাঁড়িয়েছি ভয়ে।
আসলে আমি দিনকে বুঝতে চাইনি কখনো
তাই এড়িয়ে গিয়েছি সূর্যের সান্নিধ্য সুকৌশলে!
হঠাৎ রোদের মায়ায় সুদীর্ঘ ক্লোরোফিলঘুম শেষে
এখন চেনা অন্ধকারে চলতে গিয়ে বারবার হোছট খাচ্ছি!
সাহসী পায়ের পাতা বিশ্বাসি পায়ের আঙুল বারবার
চেনা মাটিতে দেবে যাচ্ছে।
তুমিহীন এইপাআজ অচল!
পায়ের নিচে বিন্যস্ত পৃথিবীর মতো
গভীর স্পর্শে আকড়ে ধরা
তুমি কে?

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 29/03/2018
সর্বমোট 3986 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন