ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কথাদের কথা

কথা ছিলো,
বুকের বিস্তৃত পলিময় জমি জুড়ে
বসরাই গোলাপ বাগান হবে!
কথা ছিলো,
একটা লাল ফড়িঙের পিছু ছুটতে গিয়ে
চৈত্রের তপ্ত দুপুরে,
নিরুদ্দেশে হারিয়ে যাবার সব ভুলে!
কথা ছিলো একটা রঙিন প্রজাপতির
সাতরঙা পাখা ছুঁতে গিয়ে দূর পাহাড়ের
মেঘের গায়ে আঁচড় কাটার!
কথাগুলি কতো জীবন্ত কতো বেহায়া!
কী করে এভাবে বারবার ফিরে এসে
ভিজিয়ে দেয় চোখের কোণ!
কথারা কেন পুরাতন হয় না?
সব কিছু মিইয়ে যায়!
কথারা কথা বলে না বলার ছলে!
জোছনা রাতের গল্প ভুলে,
আজ এই অসময়ে,
আমি শুধু কথাদের অব্যক্ত কথা শুনি।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 31/01/2018
সর্বমোট 993 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন