ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিদায় এবং কিছুকথা...

নিজের কাছে নিজের সততা
আমাকে দিয়েছে চূড়ান্ত আত্মবিশ্বাস!
আমি যখনই ফেলে আসি,
আমার তাই কোন আত্মপীড়ন থাকে না।
সময়ের হাতে সত্যটিকে তুলে দেই
সময় তাকে ভাঙে গড়ে,
আমি তখন শুধুই এক নির্বাক দর্শকমাত্র।
চূড়ান্ত বিদায়ের আগে শেষবার শুনো,
তোমাকে বলছি,
মন প্রাণ খুলে দেয়া যে রত্নটুকুকে
তুমি অল্পতে পেয়ে মূল্যায়ন করতে পারোনি,
ভেবেছিলে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে যেভাবে অনিচ্ছে
সেভাবেই রেখে দেবে,
বাধ্য করে খুলে খাবে যখন তখন যেভাবে সেভাবে
এখন থেকে রোজরাতে
তুমি নিজের সামনে দাঁড়াবে,
সেটা তোমাকে বাকি জীবন কুরেকুরে খাবে।
আর তুমিও শুনো,
আমাকে ঠকিয়েছো বলে যে আত্মতৃপ্তিতে
একদিন তুমি অট্রহাসিতে ফেটে পড়েছিলে,
আমাকে বোকা ভেবে চাহিবা মাত্র পেয়ে
ভেবেছিলে চেটেপুটে খেয়ে নিবে তলানির শেষ কণাটুকু
সেদিন তোমার ছায়ায়,
আমি এক লোভী দাঁতাল অমানুষকে দেখেছি,
বলিনি কিছু না বলার অভ্যাসে।
আমি জানি দানে আমি কোনদিন প্রতিদান চাই না।
আজ থেকে রোজরাতে,
সেই অমানুষের সামনে তোমাকে দাঁড়াতে হবে
তুমি ঋণী বাকি জীবনের জন্য সময়ের কাছে।
এবং তুমি ও শুনো,
জীবনের প্রথম যে সাহায্যটুকু চেয়েছিলাম
নিরুত্তর থেকেছো,অখুশি হইনি
আন্তরিকতায় অবাক হয়েছি যারপর নাই!
এবং তোমাকে অভিবাদন স্বেচ্ছায়
নিঃশ্বাস ফেলার শেষ ছিদ্রটুকু বন্ধ করার জন্য।
অতঃপর তুমি,
তোমাকে আমি চিরদিন ভালো জানি,
পুরুষশাসিত সমাজে পুরুষের নিগ্রহন
সব পুরুষই ঢেকে রাখে!
তুমি রেখেছো,
আমি সন্মান জানালাম।
তুমি সুখী হও
বিদায়!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 09/01/2018
সর্বমোট 3297 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন