ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষের মন এখন মরে গেছে























 
সবখানে এখন দেখি শুধু দেহলোভী,
মানুষের মনটি এতো মনোলোভা
তবু কেউ দেয় না এর দাম!
সবখানে শুধু দেহলোভীর নিয়মিত সীমাহীন আগ্রাসন,
সবখানে শুধু দেহলোভীর উত্তপ্ত-কামনার্ত নিঃশ্বাস।
ফসল-কাটা মাঠের খড়কুটোর মতো মানুষের মনগুলো
এখন মরে পড়ে আছে এই বাংলার আনাচেকানাচে,
মানুষের মন এখন বাজারের মরা মাছের মতো মৃত!
এরা শুধু নিষ্পলকদৃষ্টিতে চেয়ে-চেয়ে নিজেদের
অসহায় জীবনের অলিখিত ফিরিস্তি শোনাতে ব্যস্ত।
 
মানুষের মন এখন মরে গেছে অথবা তাদের সজীব মনগুলো
চিরতরে অন্ধ হয়ে ধুঁকে-ধুঁকে মৃত্যু-আবাহনে সদা ব্যস্ত!
মানুষের সজীব-সজীব অনেক সুন্দর রঙিন মনগুলো
এখন নিয়মিত গাছের হলুদপাতার মতো ঝরে-ঝরে পড়ছে,
প্রতিদিন চেয়ে-চেয়ে দেখি মানুষের মরে যাওয়া ঝরে যাওয়া মন।
এইসব মন আবার কবে জেগে উঠবে সেইসব অসুরের বিরুদ্ধে?
আবার কবে জাগ্রতমনে এরা একটুখানি মানুষের মতো মানুষ হয়ে উঠবে?
অর্থগৃধ্নু-দেহলোভীরা এখন মনের সন্ধান করে না,
এখন অনেকেই শুধু হাতড়ে ফেরে কমণীয়-মোহনীয়-সুগন্ধি দেহ,
সবাই যেন খোঁজে শুধু রঙ-বেরঙের মধুসংগ্রহের ফুল!
সবখানে এখন দেহলোভীরা ওঁত পেতে আছে মানুষের বিরুদ্ধে,
মাংসাশী-জীবে ভরে যাচ্ছে আমাদের বাংলার বিস্তীর্ণ জনপদ,
হায়েনা, শকুন, শ্বাপদ আবার যেন জেগে উঠছে নতুন জার্সি গায়ে।
মানুষের মন এখন মরে গেছে অথবা সেই মনগুলো এখন
চিরতরে বিকলাঙ্গ হয়ে মানুষরূপীপশুদের দখলে,
আর বন্দি হয়ে আছে অন্ধকারে নিমজ্জিত চিরঅন্ধকারাগারে।
 
 


অপর্ণা সেন
০৪/১২/২০১৭
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 04/12/2017
সর্বমোট 7220 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন