ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ধারাবাহিক রোম্যান্টিক কাব্য: প্রেমপিয়াসীর চতুষ্পদী (পর্ব—৪-৫)



















ধারাবাহিক রোম্যান্টিক কাব্য:

প্রেমপিয়াসীর চতুষ্পদী
(পর্ব—৪-৫)
সাইয়িদ রফিকুল হক

 
৪.
 
ঘোমটা খোলো রূপকুমারী
সামনে দেখো প্রেমিকজন,
প্রেমপিয়াসীর সখী হতে
নাই কি তোমার রঙিন মন?
 
দ্রাক্ষাফলের সমারোহে
ফুটছে গোলাপ কুঞ্জবনে,
দিনকাটাবো মহাসুখে
এসো এবার আমার সনে।
 
৫.
 
বোতলভরা শরাব ছিল
ঢালার মানুষ নাই!
সখী তোমার হাতের ছোঁয়ায়
তৃষ্ণা একটু মিটাই?
 
কুঞ্জবনে হরেক ফুল
দেখলে নাতো সখী,
এসো একদিন জোছনারাতে
বসবো মুখোমুখি।
 
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 24/11/2017
সর্বমোট 2656 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন