ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আগন্তুক...

ঘড়িটা টিকটিক বেজে যায়
সময়টা আর আসে না!
শশ্যব্যস্ত হয়ে উঠে সে,
নিজের ভেতর এক অদ্ভুত বিচলন শুরু হয় তার!
এই শহর তাকে ভুলতে দেয় না
এই দুতলার প্রশস্ত সিঁড়ি তাকে ভুলতে দেয় না!
উৎকর্ণ দাঁড়িয়ে থেকে সে,
সময় যায় সেই পদভার,
সিঁড়ি ভাঙ্গার সেই মোহন শব্দ আর কানে বাজে না!
তার নিজের ভেতর প্রশস্ত হয় বেদনার এক দীর্ঘ সিঁড়ি!
এ এক গোপন গল্প!
মৌনমহাকাল জানে শুধু তার ব্যাপ্তি।
এই গল্প ফুরোবার নয়!
একসময় রোদেরা মরে যায়,
পাতায় সঞ্চারিত ক্লোরোফিলের যোগান ফুরোয়
পৃথিবী ঘুমায়!
তার বুকে জেগে উঠে অবিকল এক রাতের সুরমা!
সারারাত সে শুনে কেবল জলপতনের শব্দ!
নিজের শহরে আজ রাতে সে আগন্তুক!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 19/10/2017
সর্বমোট 2986 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন