ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঢ্যাঁড়শ


গত পরষু একজন আমার সাথে দেখা করতে এলেন। নানান কথা হলো। আমাকে জিজ্ঞাসা করলেন- 

- কী করেন?

- কিছু করি না। ঢ্যাঁড়শ।

- তাহলে কী করে সময় কাটান!

- সকালে ঘুম থেকে উঠে এই লাইব্রেরিতে এসে বসে থাকি, দুপুরে বাসায় খেতে যাই, আবার আসি। রাতে বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি, আবার সকাল চলে আসে। 

- আপনার চলে কী করে?

- চলে না তো! থেমে থাকি। আমার চিন্তাগুলো শুধু চলে, সামনে এগোয়। 

ভদ্রলোক এক পর্যায়ে ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখলেন। বললেন-

- এতো বই! আপনি কিনেছেন!

- সবই আমার পড়া বই।

- বলেন কি!

- জি।

- এই সেলফের এই বইগুলি কি আপনার লেখা?

- জি

- আপনি এতগুলি বই লিখেছেন? 

- জি

- তাহলে তো আপনি অনেককিছু করেন! 

- অনেককিছু করি না, শুধু লিখি। হাবিজাবি যা মনে আসে তাই লিখি। 

- আমি আপনার লেখা কয়েকটা বই নেই?

- আমি নিজের বই গিফট করি না। কিনে নিতে হবে। আমি নিজেও প্রকাশকের কাছ থেকে কিনেই আনি।
*
- লেখাটি ফেসবুকে প্রকাশিত। 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 18/10/2017
সর্বমোট 8169 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন