ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

এরা কি শিক্ষক

অনেক দিন হলো কিছু কথা শেয়ার করব ভাবতেছি শারীরিক অসুস্থতার কারনে লেখতি পারি নাই।
আজ না লিখে পারলাম না।
আমি আমার কলজে পরীক্ষার সময় একদিন পরীক্ষা দিচ্ছিলাম.....হঠ্যাৎ একটি মেয়ে দাঁড়িয়ে তার স্কেল হারানোর অভিযোগ দিলো....তার স্কেল পাচ্ছেন না.
একটু পর তার কয়েক আসন পর স্কেলটি পাওয়া গেল।বেছ মিটে গেল.... না!!!!!!
হঠ্যাৎ স্যার বলে উঠলেন"who is this fucking man who take her scale without her permission??? "
মানলাম যে অপরাধী তার দোষ।
কিন্তু উনি কেনন এ ভাষাটা ব্যবহার করলেন??
স্মার্টনেস দেখালেন??
আমার ক্ষুদ্র জ্ঞানে ভাবলাম এখানে উনি সবচেয়ে সম্মানের পাত্র কিন্তু যা ব্যবহার করলেন।
আমরা বাঙালি ১৯৫২ সালে ভাষার জন্য জীবন দিয়েছি।আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে।
এটা আমেরিকা বা অন্য কোন পশ্চিমা রাষ্ট্র না।
আবার আরেকটা ঘটনা........একজন শিক্ষক উনি যে স্কুলে শিক্ষকতা করেন....উনি সেটাকে সেরা দাবি করে একটা স্ট্যাটাস দেন এবং মন্তব্য করতে বলেন।
কিছু ছাত্র মন্তব্য করে... যা বলা যায় আমার গাভী দুধ দেয় বেশি এমন যুক্তিহীন।
আবার কিছু ছাত্র মন্তব্য..... সত্যকথা এবং তুলে ধরে কিছু সমস্যা।
আর কিছু ছাত্র না বুঝে করতালি মানে ঐটাই সেরা বলা যায় পাইনাল পার্টি।
শিক্ষক যারা সমস্যা তুলে ধরছেন তাদদের এবং যারা সত্য বলছেন তাদের অপমান করতেছেন।
তো আপনি কেন স্ট্যাটাস দিয়ে মন্তব্য করতে বললেন।
এটা কি???

সেরা স্কুল হলে সবাইকে মানতে হবে।প্রচার চালাতে হবে না।

শিক্ষক তো উনি যাকে দেখলে পদচুম্মন করতে ইচ্ছে করে।
আমি ঈদে বাড়ী যাওয়ার পথে আমার শ্রদ্ধেয় শিক্ষককে দেখে আপনা আপনি চোখে পানি আসলো...জানি না কেন?
উনি ছিলেন আমার বাংলা বিভাগের শিক্ষক ফারুক স্যারর।
আর সবশেষে বললতে চাই শিক্ষকে কখনও কেউ কষ্ট দিলে তার নাকি ফল খারাপ হয় তবে কোন শিক্ষক অসৎ আচরন করলে....তার কোন ছাত্রীকে অসৎ উদ্দে্যশ নিয়ে কথা বললে সেটা কি???
প্রকৃত শিক্ষকের আচরণ এটা হতে পারে না.এরা বিকৃত মস্তিষ্কের শিক্ষক...এরাই শিক্ষক নামের মহান পেশাকে ব্যবসা হিসাবে গ্রহন করে।
কিন্তু কেন?
এর কি শেষ নেই??
#ছোটমামা_গুলশান০১

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ শেখ ফরিদ তারিখঃ 16/09/2017
সর্বমোট 2046 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন