ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দীর্ঘশ্বাস --

 
কতোটা সাঁতরেছ উপেক্ষা আর অবহেলার জীবন !
নষ্ট চাঁদে জোয়ারের হাওয়া লেগেছিল বলে
আকাশ দেখনি অভিমানে
জাননা, খোলা জানালায় কুয়াশা খেলেনি মাঝরাতে
অবয়বহীন স্বপ্ন নেচেছিল কর্পূরের ঘ্রাণে
আর উদ্বেলিত জোছনায়
জীবন শুনিয়েছিল মরমী গান
কি পেয়েছ
কি পেয়েছিলে ? হিসেব মেলাতে
একাকীত্বই পেয়েছিল অমরত্ব
অতঃপর
রাত শেষে সবুজ জমিনে মৃতপাখি,
তার শীত ছোঁয়া ডানায় উপুড় হয়ে আছে
আজকের সকাল ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 22/08/2017
সর্বমোট 13034 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন