ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আরোপিত আঁধার --

 

ধল পাহাড়ে গড়েছ বসতি
ওখানে বহু আগেই নিশ্চিহ্ন মানুষ 
আত্মার সুখচাষিদের বিরামহীন চাষাবাদ
ফেলে রেখে গেছে কিছু গল্প, কিছু ইতিহাস ।
প্রাচীন গ্রন্থদের প্রমানিত সত্যে 
তুমি মানুষ ছিলে না কোনদিন 
আজও হয়ে উঠতে পারনি !
তুমি ছিলে নামহীন, গোত্রহীন 
কেবল সময়ের শৃঙ্খলিত বেড়ী 
তোমাকে দিয়েছে বাহারি ঢঙের অধিকার ।
কতোটা সেজেছ মানুষ 
পাহাড়ে
সমুদ্রে 
নদীত ?
জীবনের স্বনির্মিত নর্দমায় সাঁতরাচ্ছ প্রাত্যহিকতা,
তাইতো অন্ধকারের গান আজও থামেনি 
বিনীত নিদ্রার ঘোরে 
ঠোঁটের পলেস্তরা খসে পড়ে
রাতের অত্যাচারে ।

 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 09/08/2017
সর্বমোট 9579 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন