ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পুরুষতন্ত্র

চুলের মুঠি ধরে তোমাকে আছড়ে ফেলবো, প্রিয়তমা।
শিমুলের কাঁচা ডাল তোমার পিঠে ভাঙবো, প্রিয়তমা।
টেনে-হিঁচড়ে উঠানে আছড়ে ফেলে লাথি-ঘুষি মারবো, প্রিয়তমা।
কথায় কথায় কিল-চড় মারবো, বাবা-মা তুলে গালি দেবো, প্রিয়তমা।
চুল ছিড়ে যাবে, নাক-মুখ ফেটে রক্ত ঝরবে তোমার, প্রিয়তমা।

রান্নায় দেরি হওয়ার কারণে,
কিংবা ভাত কম সিদ্ধ হওয়ার কারণে,
কিংবা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে থাকার কারণে,
কিংবা পাশের বাড়ির সুরুজের সাথে হেসে কথা বলার অপরাধে,
অথবা নিছকই মাল খেয়ে টাল হয়ে
তোমার ওপর চড়াও হবো, প্রিয়তমা।

পুরুষ মানুষ তো, একটু-আধটু বদ অভ্যাস থাকবেই,
পুরুষ মানুষ তো, মেজাজ একটু কড়া থাকবেই,
যে শাসন করবে, সে-ই তো সোহাগ করবে।
রাত বাড়লে, সে-ই তো ভালবাসবে।

তোরই তো সংসার, বাচ্চাটার কথা ভেবে মানিয়ে গুছিয়ে নিস?
পরের ঘরে এর থেকে আর কি বেশি আশা করিস?
স্বামীর পায়ে ভেস্ত যখন, মুখ বুঁজে থাকিস।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ বাবা ফরিদপুরী তারিখঃ 17/07/2017
সর্বমোট 727 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন