ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আবদ্ধ অভীপ্সা

স্নিগ্ধ সকালের দেখা- অনেককাল মেলেনি,
মোরগের ডাক বা চিৎকার (ভোরের প্রথম সঙ্কেত),
সবুজ ও সতেজ তরূর মিলমিলে ফুরফুরে বাতাস
নানান রংয়ের সব পাখিগুলোর হরেক কিসিমের ডাকে
পাখির আহ্বান,বহুকাল মেলেনি।


ঊষাকালে ছাগল, ভেড়ার উদীরিত ধ্বনি,
গোরুমোষের কুটুম্বিতা গোপালের সহিত।
কলাপাতায় বসে দোয়েলপাখির তিড়িং-তিড়িং নাচ,
আমগাছের আম,জামগাছের জাম,তালগাছের তাল
নিক্ষিপ্ত স্তূপীকৃত দৃশ্য বহুকাল দেখা হয়নি।


দৈত্যাকার খৈর-ঢিবীতে বুলবুলি,শালিক, চড়ইয়ের খেলা,
পাখিদের মল্লযুদ্ধ বহুকাল চক্ষুগোচর হয়নি।
আমি নগ্ন পায়ে,কচি দুর্বা ঘাসের শিশিরকনার স্পর্শ পাইনি বহুকাল।
আমার ভোর হয়,তবে পাইনা সেই নিখাদ গ্রাম্য সকাল।


এই রোবোটিক্স-জীবন থেকে মুক্তি!
হবে কি নিষ্কৃতি যান্ত্রিক শহর থেকে?

(২৩/৬/১৭)

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ 24/06/2017
সর্বমোট 1224 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন