ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তবুও সুন্দর

আমি বুকে পুষি এক বিষাক্ত সাপ
আমার খেয়ে আমাতে বাস করে;
আমাকে ছোবল মেরে কুণ্ডলী পাকিয়ে ঘুমায়
ভয়ঙ্কর সুন্দর!
বুকে অসহ্য যন্ত্রণা সয়েও তাকে নিঃশব্দ দীর্ঘ ঘুম দেই;
সে ঘুমায় তার ঘুমের বিস্তৃতি
এক অগ্নিযুগ থেকে আরেক অগ্নিযুগ!
বরফযুগের হিমকষ্টে একা একা জেগে থেকে পাতা ঝরাই!
কষ্টের পাখি কঙ্কাল হয়ে ঝুলে থাকে মরা ডালে।
বুকের রক্তে নদী হয়!!
ঘুম থেকে জেগে ভয়ঙ্কর সুন্দর
তার রূপের চ্ছটায় দশদিক মোহিত করে
নদীতে কল্লোল তুলে চলে যায় মায়াদ্বীপে!
বুকের নিচে পানি না রক্ত
তার চোখে সেই ছায়াও পড়ে না ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 26/05/2017
সর্বমোট 3069 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন