ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ছাব্বিশে মার্চ



ছাব্বিশে মার্চ
সাইয়িদ রফিকুল হক
 
ছাব্বিশে মার্চ বীর-বাঙালির উত্থান,
মানুষখেকো পাকিস্তানের চিরপ্রস্থান।
এই দিনটাতে জ্বলে ওঠে বীর-বাঙালি,
গর্জে ওঠে: শয়তান-সঙ্গে নাই মিতালি।
বারুদসম চেতনার রঙ হয়ে ওঠে উজ্জ্বল,
বীর-বাঙালি স্বাধীনতা রাখবেই রাখবে সমুজ্জ্বল।
বিশ্বের বুকে আছে যত বীর-বাঙালির সন্তান,
এসো সবাই মিলেমিশে ধ্বংস করি পাকিস্তান।
জঙ্গিবাদের শিকড় কেটে এসো ফলাই সোনা,
এই দেশটাতে জঙ্গি আছে হাতেগোনা!
ভয় কী তাই? এসো বন্ধু দলে-দলে,
জঙ্গি রুখবো একাত্তরের বীর-চেতনায় বাহুবলে।
বাংলার মাটি চিনে নিবে রাজাকারি জঙ্গি-শয়তান,
একাত্তরের বীর-চেতনায় সব হবে রে গোরস্থান।
ছাব্বিশে মার্চ ফিরে এলো বীর-চেতনায় সাহসে,
এসো বন্ধু যুদ্ধ করি—কাজ নাই আর আপসে।
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৩/২০১৭
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 26/03/2017
সর্বমোট 831 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন