ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঘুমের ঘোরে ডাকলো দূরে...

অনেক দিনের পরে যখন
রাখলে হাতে হাত,
নদী জুড়ে ঝড়ের তোড়ে
জাগল জলপ্রপাত।
হাত ধরে যেই ডাকলে আমায়
আয় না বুকের কাছে,
বহুদিনের জমা বরফ
ওমনি গলে গেছে।
বরফ গলে নদী চলে
জল জাগে তার বুকে,
দুকূল জুড়ে আছড়ে পড়ে
ঢেউগুলি আজ সুখে।
ভাঙা পাড়ে হাহাকারে
কান্নাগুলি নেই,
ঘুমের ঘোরে ডাকলো দূরে
সুদূর সাগর যেই।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 19/03/2017
সর্বমোট 508 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন