ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষের সাথে মানুষের...

প্রিয় নদীটির নাম ভুলে গেছি
ভুলিনি তার জল-কলকল শব্দ!
ভুলিনি ভোরের শান্ত জলে কচিরোদের ঝিলিমিলি
ভুলিনি তার স্বশরীরী জলগন্ধ!
ভুলিনি বর্ষার নবজলে রঙিন মাছের আনাগোনা।
এখন নদী মানে সুইমিংপুল
মাছ মানে এ্যকুরিয়াম!
অদ্ভুত এক নদী শুধু মাঝরাতে বুকের ভেতর
উথালপাতাল ঢেউ তুলে!
প্রিয় পাখিটির নাম ভুলে গেছি,
ভুলিনি তার পালকের মায়া
ভুলিনি তার আকাশে উড়ার কৌশল
ভুলিনি তার স্বশরীরী আকাশগন্ধ!
এখন পাখি মানেই খাচায়পোরা বাজরিগার।
অদ্ভুত এক পাখি শুধু মাঝরাতে বুকের ভেতর
আকুল ডেকে উঠে!
ভুলে যাওয়া জিনিষগুলি মনের ভেতর
অদ্ভুত গেঁথে থাকে।
মেদ মাংসের এই সংসারে
মানুষের সাথে মানুষের লেনদেন,
মানুষের সাথে মানুষের বসবাস,
মানুষের সাথে মানুষের সহবাস
অদ্ভুত ভাবে বিলীন হয়ে যায়!
মানুষের নির্দিষ্ট কোন নাম,আদল,
শরীরী চেনাগন্ধ নেই।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 09/03/2017
সর্বমোট 10193 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন