ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দূর আকাশে চাঁদের খেয়াল...

তুমি আমায় ভুলে গেছো
যেদিন জেনেছি,
সেদিন থেকে একলা বাঁচা
তুমুল শিখেছি !
সন্ধ্যা হলে অমাবস্যা
এখন এমন কী!
নীল জোনাকির স্নিগ্ধ আলোই
গায়ে মেখেছি।
মধ্যরাতের শূন্যতাতে
যদিও হাসে চাঁদ,
আগের মতো হয় না এখন
জোছনা ছোঁয়ার সাধ।
দূর আকাশে চাঁদের খেয়াল
এখন বড্ড বাজে,
বড় চেনা আবার অচিন
আবার চিনি না যে!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 26/02/2017
সর্বমোট 6127 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন