ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কবি

-কবি তুমি কোথায়?  

-আমি ত কোন এক শহুরে ব্যস্ততম জনপদে।



- হুম। শহুরে মানুষ তোমরা, আমি এখানে খুব ছন্নছাড়া। 

 -আমি ত শহুরে কাক। 

-তবে একটিবার গ্রামে এসো।

-তোমার গ্রামে আমি নিশ্বাস নিতে পারবো না। নিকোটিনে আমার ফুসফুস পরিপূর্ন।

বিশুদ্ধ বাতাস আমার জন্য না।




-কথা দিচ্ছি বিশুদ্ধ কিছু ছোবে না তোমায় কবি ।

-আমি অশুদ্ধের কবি তাই?



-শুদ্ধ কে ভয় পাও?

-পাই ভীশন পাই।

শুদ্ধের চেয়ে আমি শুদ্ধতম মুখোশ বেশি ভয় পাই।



- কিন্তু কে মুখোশ পড়ে না বলতে পারো?

-পারি। তোমার পাশে যে মানুষটা পাগল, খুব একলা, ফুটপাতে ধুলোমাখা শরিরে ঘুমায়।

সে অভিনয় করে না।

অভিনয় ত করি আমাদের মত শৌখিদার শুদ্ধ মানবেরা.....



-কবি, আজ আমায় যেতে হবে। অশুদ্ধের সন্ধানে আমি আবার আসবো কোন মধ্য রাতের শেষ ট্রেনে।


ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সুস্ময় অংকন তারিখঃ 09/02/2017
সর্বমোট 758 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন