ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্ফুলিংগ




প্রতিদিন আয়নায় দেখা
অচেনা এক মানুষ,
নিজেকে চেনার চেষ্টায়-
বুকের মাঝ-অলিগলিতে
লুকিয়ে থাকা কাদা-
থিক থিকে অন্ধকার
পথ হারানো বিকেল
নিকষ কালো রাত।

ঝক ঝকে কালো সড়কে
নেমেই চকিতে ডানে বামে
তাকিয়ে নেমে পড়া তস্কর-
বিভ্রান্ত মানুষ,সওদা-ফেরী
করে ফেরা জান্তব শুয়োর,
পন্য সবি,প্রেম-ভালোবাসা
দেশ-জননী-জনতা-পশু-পাখি
সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা।

বজ্রপাতের আলোয় পথে
খুঁজে নিয়ে-
জীবনের স্ফুলিংগ
জ্বালিয়ে-জ্বলিয়ে
পাথর ঘষে আগুন,
প্রতিদিন আয়নায় দেখি।

লড়াই নিজের সাথে নিজের-
ছায়ার সাথে ছায়ার,
কায়া আমার-ছায়া আমার
দূরের নীলাকাশ আমার
লড়াই হলো-
নিজেকে ছাড়িয়ে যাবার।





ছবিঃ নেট থেকে

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অনিমেষ রহমান তারিখঃ 05/09/2013
সর্বমোট 7369 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন