ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসার ফেরীওয়ালা

মলিন হয়ে যাওয়া ঘাসের বুক চিড়ে বেড়ে উঠছে
সবুজ ঘাস। আমায় দেখে কেমন ব্যঙ্গ করে উঠল।
শীতে করুন বুড়োর রুক্ষ চুলের মত হয়ে যাওয়া
আম গাছটায় আসা নতুন কুঁড়ি আমায় দেখে কেবল 
হাসছে আর হাসছে। সেদিন পুকুরপাড়ের ওই খেজুর
গাছটায় বাটালি দিয়ে কেটেছিলাম, আজ আমায় 
দেখে সে হু হু করে কেঁদেছিল। শুধালাম, বসন্ত 
সমাগমে সবার কত আনন্দ, তুই কাঁদিস কেন রে?
বলে, নিজের জন্য নয় - তোমার জন্য কাঁদি।
বেচারা খেজুর গাছরে! তোকে কত কাটলাম, 
কষ্ট দিলাম : অথচ তোর কষ্ট আমার জন্য; 
নির্বোধের জন্য আর কান্দিস না। শুনে খেজুর গাছ শন শন
করে কাঁটাগুলো নাড়িয়ে বলে উঠে - শোন দাদা, 
আমি তো বৃক্ষ বার বার বেড়ে উঠি; আমার তো
হারানোর কিছুই নেই, পরের ঋতুতেই আমার আছে 
দ্বিতীয় সুযোগ অথচ তোমার একটি চাঞ্চও পাওয়া
হলোনা, হলোনা হৃদয় খুলে দেখানো; অথচ 
তোমার দেয়া জলে ঘাস জন্মাল, তোমার সারে গাছে পাতা
মেললো - তোমার এত এত যত্নের কেউ দাম দিলোনা!!
বললাম, শোন বন্ধু! আমি দুঃখবিলাসী, বেদনার
দামে ভালোবাসা ফেরী করি - যদি কোনদিন
সে ফিরে দেখে কষ্টগুলো উড়িয়ে দেব প্রজাপতির পাখায়।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অকিঞ্চন জন তারিখঃ 03/09/2013
সর্বমোট 6599 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন