ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসলে যে থাকে...

ভালোবাসলে কে থাকে?
মানুষ?
না!
মানুষ ভালোবাসলেও থাকে না
যে থাকে,যতক্ষন থাকে সে প্রেমিক;
প্রেমিক স্বত্তাটা মরে  যাবার পর;
যে থাকে সে মানুষ,
সে পুরুষ বা নারী, সে যে কোন জন!
ভালোবাসলে কে থাকে?
চাঁদ?
না!
চাঁদ ভালোবাসলেও থাকে না।
যে থাকে, যতক্ষন থাকে,
সে জোছনা।
রাত ফুরিয়ে যাবার পর, যে থাকে,
সে অন্ধকার,অমানিশা, সে যে কোন আঁধার।
ভালোবাসলে কে থাকে?
সমুদ্র?
না!
সমুদ্র ভালোবাসলেও থাকে না
যে থাকে যতক্ষন থাকে, তার নাম ঢেউ;
ভাটার টানে ঢেউ চলে যাবার পর;
যে থাকে, সে নুড়ি আর পাথর,
সে যে কোন বালুচর।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 21/08/2023
সর্বমোট 820 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ