ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​আমার ভিতরে হও প্রবাহিত


 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তরে স্পর্শ্ করো, নিবিড় স্পর্শ্ করো ঈমান
অসম্ভব কিছু নয়,
নিতান্তই ইচ্ছের যাদুকর তুমি -হে প্রাণ
ঈমানের স্পর্শেই শুধু পরিশুদ্ধ তুমি।
 
আমাকে রক্ষা করো অনিষ্টের স্পর্শ্ থেকে
দুনিয়ার মোহ থেকে,অনন্তের পতন থেকে।
ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো
রক্তে মিশে একাকার হয়ে যাও-আমাকে বাঁচাও
ওইদিনের দুঃসময়ে বড়ো বেশি অসহায় তুমি ছাড়া
সময় গড়িয়ে যায়,অন্তর বুঝে না
মুক্তিটা কোথায়?
 
ক্ষণিকের দু’একটা কহু কহু ডাক
প্রাণকে উপহাস করে
যে ক্ষমতা দম্ভের সুসময় ছিলো, আজ তারা
আসামীর মতো দুঃসময়ে আছে বিচারিক এজলাসে
বেঈমানের নীলাকাশ বিষাক্ত হয়েগেছে পৃথিবীর অশ্লীল বাতাসে
 
এখন তুমিই বলো হে প্রাণ
ঈমানের স্পর্শ্ ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো
তোমার প্রবাহে ভেসে নাও আমাকে
পরিশুদ্ধের পরিপূর্ণতায়,
ঈমান তুমি বিজয়ের  অপর নাম
বেঈমানের আরেক নাম পরাজয় ।
 
ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো।
---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ কবিআমিনুল তারিখঃ 02/07/2023
সর্বমোট 613 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন