ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্বপ্ন বৃক্ষ কিংবা নদী

চোখের কোণে শ্যাওলা জন্মাবার পর জেনেছি
জীবন এক নদী!
অপেক্ষারা ঢেউ,
আর
সমুদ্র তটে পড়ে থাকা নুড়িগুলি স্বপ্ন!
কেউ ভালোবেসে কুড়ায়,কেউ পায়ে মাড়িয়ে যায়
শোকেসের মর্যাদা অথবা পদতলের কষ্টে
স্বপ্নেরা কেমন থাকে,
শ্যাওলা জমা জীবন জানে না সেই ইতিহাস!
বুকের ভেতর শেকড় জন্মাবার পর জেনেছি
জীবন এক বৃক্ষ,
অপেক্ষারা পাতা,
আর,
কলিতে ঝরে পড়া ফুলগুলি স্বপ্ন!
কেউ ভালোবেসে কুড়ায়,কেউ পায়ে মাড়িয়ে যায়
ফুলদানির মর্যাদা অথবা পদতলের কষ্টে
স্বপ্নেরা কেমন থাকে
শেকড়বেস্টিত জীবন জানে না সে ইতিহাস!
জীবন শুধু জীবনের ইতিহাস লিখে রাখে,
নদীরা শুকিয়ে যায়,বৃক্ষরা মরে যায়।
অবহেলায়...
 
 
 
 
 
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 06/04/2023
সর্বমোট 2133 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন