ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জীবনটাকে ভালোবাসি

জীবনটাকে ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক


কষ্টগুলো ঢেকে রাখি
দুঃখ যতো থাকুক বাকি!
মনের ভিতর একটু হাসি
তাইলে পাবো কাছাকাছি।

বুকের মধ্যে জ্বালা আছে,
দেহের মধ্যে ব্যাধিও আছে,
তবু হাসি সুখের আশায়,
দুঃখ কেন তবু ভাসায়?

কষ্টগুলো বুকে চেপে
দুঃখ নিচ্ছি মেপে-মেপে!
মুখে তবু আছে হাসি,
জীবনটাকে ভালোবাসি।


সাইয়িদ রফিকুল হক
১৯-০১-২০২৩

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 19/01/2023
সর্বমোট 364 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ