ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসা নেই

ভালোবাসা নেই
সব নিলাম হয়ে গ্যাছে
 
যে কৃষক এসব ফলাতো
সে আজ শিখে গিয়েছে
সহায়তা নামক ভিক্ষার শব্দ
অবশিষ্টটুকুও ধুঁকছে
আমাদের সবটাই নিলামে
ফরিয়ার দালালী আজ
নানান চক্করে
সবটাই নিলামে
 
চড়ুইয়ের বাসা - কর্পোরেটের
সাজানো সুখ বাড়ি।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 30/07/2022
সর্বমোট 777 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ