ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ডিজিটাল প্রযুক্তি

            
স্থিতিতে আনে গতি, অল্পতে বেশী, 
রহে কর্মে নিশ্চিত মুক্তি !

জ্ঞানের আলোয়  বাড়ায় গতি ,
ডিজিটাল প্রযুক্তি ।

কর কাজ, নাহি ভয় !
হবে দুর এলোমেলো কাজ গুলি ।

এগিয়ে দেশ সম্মুখপানে..
মালিক-শ্রমিক, খেটে খাওয়া জন গোষ্ঠি ,
আন নয় এনালাক, ডিজিটালেই দীপ্ত ।
এপার-ওপার,
খুলে দেখে আঁখি
যেন নিকটেই বাড়ী ।

ইন্টারনেট, ফেইসবুকে রহে জীবন্ত প্রেমময় সুরসুরি।
এনালক বিষ্ময়ে ,
ডিজিটাল প্রত্যয়ে, গাহে বিজয়ের গান ।

নবীন-প্রবীন একই সুতায় !
সুভাষিত পুস্পে দীপ্তমান।

মিথ্যের ভয় !
সত্যের জয়, দিগ-দিগন্তে  কর্মের ছবি ।

ডিজিটাল প্রযুক্তি !
নহে আঁধার. প্রভাতে উঠিবেই রবি।

তবে কেন ভয় !
এগিয়ে চল..
হে ডিজিটাল প্রযুক্তি ।

সাবধান !
ব্যবহারে সচেতন , দিবেই তোমায় মুক্তি।

আর নয় দেরী,
দেশ গড়ায় ডিজিটালে করি চুক্তি ।

 -------------------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
 

ছবি
সেকশনঃ প্রযুক্তি
লিখেছেনঃ পুস্প কলি তারিখঃ 05/06/2014
সর্বমোট 1707 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন