ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মৃত্যু --

কেউ তো আসেনি কাছে, কেউ তো ভালবেসে দেয়নি মুখে একবিন্দু জল।
নিথর দেহ, ভারসাম্যহীন অসুস্থ পাখির কণ্ঠস্বর নিয়ে কুঁকড়ে-মুঁকড়ে পড়ে আছি।
কাকে বলি?
এই ভাড়া জীবন নিয়ে,একবিন্দু জল দিতে যদিও তাদের ব্যস্তহীন সময়ের মূল্য অসীম।

ঘর ভর্তি লোক দেখতে এসেছে আমায়
কত বাহারি রঙের ফল, গরুর খাঁটি দুধ,শীতের
পিঠা আরো কত কী? অথচ আমার দিকে কেউ সময় করে দেখার চেষ্টায় করেনি, সংসার,ছেলেপুলের ভবিষ্যৎ নিয়ে আষাঢ়ে গল্পে তারা মত্ত।
কার কাছে চাইবো একবিন্দু জল, তৃষ্ণায় যে ফেটে যাচ্ছে আমার অতৃপ্ত হৃদয়।
হাউ মাউ করে পায়নি তবু এই পৃথিবীর একফোঁটা জল। আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তবু বলতে পারিনি!
একটা শূন্য ঘর!
শব্দহীন, প্রদীপহীন ল্যাপ্টে থাকা বালিযুক্ত ; কয়েক টুকরো বাঁশের আঁশ দিয়ে ছাউনি তৈরি করে।
আমায় ডাকে!
এই বিশাল অট্টালিকা , আত্মীয়-স্বজন, প্রেয়সী, প্রকৃতির নির্মল ভালবাসা এই সবছেড়ে কেই বা তার ডাকে সারা দিতে চায়।
তবুও যেতে হবে এইতো নিয়তির খেলা এই তো সেই- গান।
সময় হলে তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।

ছবি
সেকশনঃ সাহিত্য
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 29/08/2022
সর্বমোট 928 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন